জমে উঠেছে রয়েল প্রিমিয়ার লিগ
রাহুল রাজ: মাঠের চারপাশে উৎসাহিত দর্শক। চার-ছয় বা উইকেট পতনে সঙ্গে সঙ্গে উল্লাসে মুখোরিত পুরো গ্রাউন্ড। সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারের পাশাপাশি জাতীয় পর্যায়ের ধারাভাষ্যকারের বর্ণনায় প্রতিটি ম্যাচ হয়ে উঠছে আরো প্রানবন্ত।
রয়েল প্রিমিয়ার লিগ বা আর পি এল নিয়ে উন্মাদনা চলছে রাজধানীর দক্ষিণখান আশিয়ান সিটির এস আলম মাঠে।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আর পি এলে অংশগ্রহন করছে বাড্ডা নির্মাণ একাডেমি, ক্রিকেট হকার্স, ধানমন্ডি ব্লুজ ক্রিকেট টিম, ইনটেন্স ক্রিকেট একাডেমি, ট্যালেন্ট হান্ট, রয়েল রেঞ্জার’স, ঢাকা টাইগার্স এবং ওল্ড ভেনমস।
আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত তারকা ক্রিকেটারদের অংশগ্রহন।
টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে জাতীয় দল ও প্রথম শ্রেণীর প্রতিনিধিত্ব করা ইলিয়াস সানী, আল-আমিন হোসেন, রিপন মন্ডল (অনুর্ধ ১৯), আকাশ, তুষার, শাকের, তালুকদার মুন, সাগরদের মত ক্রিকেটারদের খেলা উপভোগ করছেন মাঠে আসা দর্শকেরা।
আরপিএলের সেক্রেটারী, মো: জোবায়ের হোসেন হিমু জানান, আমেরিকার জনপ্রিয় এই টুর্নামেন্ট প্রথমবারের মত বাংলাদেশে আয়োজন হচ্ছে। আগামীতে যদি পৃষ্ঠপোষকতা আসে তাহলে দল বাড়ানোর সঙ্গে সঙ্গে আয়োজনের পরিধিও প্রসারিত করা হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বিকালে ফাইনালের মধ্য দিয়ে প্রায় দুই লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের পর্দা নামবে।
স/রা/রা