ভালোবাসা দিবসে পিরোজপুরে অসহায় মানুষকে খাদ্য দিলো এনএফএস

ভালোবাসা দিবসে পিরোজপুরে অসহায় মানুষকে খাদ্য দিলো এনএফএস

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ভালোবাসা দিবসে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি ( এনএফএস) পিরোজপুর জেলা শাখা।

সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার
ইন্দেরহাট, মিয়ারহাট, স্বরূপকাঠি এবং নেছারাবাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সংগঠনের বন্ধুরা রান্না করা খাবার বিতরণ করেন।

বিতরণকালে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) পিরোজপুর জেলা শাখার সভাপতি মুসফিকুর রহমান বাবু বলেন, এনএফএস একটি মানবিক সংগঠন। লকডাউনের সময় এই সংগঠন অসহায় মানুষের জন্য ব্যাপকভাবে কাজ করেছে। আমরাও মানুষকে সচেতন করেছি, মাস্ক ও লিফলেট বিতরণ করেছি।

পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক এইচ আর সিফাত বলেন, মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছি আমরা। কেন্দ্রীয় সভাপতি রাহাত হুসাইন ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের তত্বাবধানে মানবিক কাজে পিরোজপুর জেলা শাখা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমরান শেখ ইমু, সদস্য রিয়াজ, কিশোর বড়াল, নাদিমসহ অন্যরা।

এস/এ