ধূমপান মুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : ধূমপান মুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নো স্মোকিং ক্লাব বাংলাদেশ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। ‘ধূমপান ছাড়ি জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের লক্ষ্য যুব ও শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা এবং মূল্যবোধ সৃষ্টি করে সচেতন নাগরিক হিসেবে গঠন করা। বিভিন্ন সহযোগী কারিগরি শিক্ষা, দক্ষতা ও প্রতিশ্রুতিবদ্ধ জ্ঞানের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে তৈরি করা। সংগঠনের প্রতিটি সদস্যকে সফল, স্বক্রিয় ও স্বংয়সম্পূর্ণ স্বেচ্ছাব্রতী নেতা হয়ে ওঠার লক্ষ্যে প্রণোদিত করা। অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা।
তারা আরও বলেন, নো স্মোকিং ক্লাব বাংলাদেশ একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাব্রতী সংগঠন। এ সংগঠন যুব ও শিক্ষার্থীদের নেতৃত্বেই পরিচালিত। যুব ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং অবহেলিত, বঞ্চিত যুব ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর দক্ষ করে গড়ে তোলা আমাদের লক্ষ্য।
একাত্তর টেলিভিশনের বিজনেস এডিটার কাজী আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অরুপ রতন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুব উন্নয়ন পরিষদের সভাপতি বিএম শফিকুল ইসলাম, সিরাজগঞ্জের সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, মুক্তিযোদ্ধা আবু জাফর মোহাম্মদ টিপু প্রমুখ।