প্রবাসে বসে গুজব অপপ্রচারকারীদের তালিকা করা হবেঃ তথ্যমন্ত্রী

প্রবাসে বসে গুজব অপপ্রচারকারীদের তালিকা করা হবেঃ তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যারা প্রবাসে বসে বাংলাদেশে হানাহানি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে এবং গুজব অপপ্রচার করছে এরা কারা আমরা জানি। প্রয়োজন তাদের তালিকাও করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিএনপির সমাবেশে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ড.হাছান মাহমুদ বলেন, খালদা জিয়ার মুক্তি দাবিতে দেশব্যাপী বিএনপি সমাবেশ করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে মারামারি করছে চেয়ার -টেবিল ভাঙচুর করছে এমনকি গতকাল চট্টগ্রামে তাদের মঞ্চ ভেঙে ফেলেছে। এছাড়া ওই এলাকার সংসদ সদস্য তাকে মঞ্চ থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলা হয়েছে। যারা নিজেদের সমাবেশ করতে পারেনা, মারামারি করে মঞ্চ ভেঙ্গে ফেলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে? তাদের হাতে ক্ষমতা গেলে তারা দেশও ভেঙে ফেলবে।

জেলের তালা ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্তি করা হবে বিএনপির নেতাদের এমন বক্তব্যের জাবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি’র যে নেতারা বোরকা পড়ে হাইকোর্টে জামিনের জন্য গিয়েছে। যারা বোরকা পড়ে জামিনের জন্য হাইকোর্ট যায় তাদের মুখে এসব কথা শুনলে দেশের জনগণের হাসি পায়। বিএনপি নেতাদের এইসব কথা হাসির খোরাক ছাড়া কিছুই না।

যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো-বে
সামরিক কারাগারে কয়েদিদের বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করা হয়। এ জন্য জাতিসংঘ এই কারাগার বন্ধের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, গুয়ান্তানামো-বে কারাগারটি কুখ্যাত একটি কারাগার। এখানে গত ২০ বছর ধরে কয়েদিদেরকে রাখা হচ্ছে। বছরের পর বছর সেখানে বন্দি রেখে নির্যাতন করা হয়, যা মানবাধিকার লংঘন। এই কারাগার যে একটি নির্যাতনের কারাগার এটা পৃথিবীব্যাপী জানে। গতকাল জাতিসংঘের হিউম্যান রাইস এক্সপার্টদের বক্তব্যে যুক্তরাষ্ট্রকে চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়। যে দেশে চরমভাবে মানবাধিকার লংঘন হয় তারা কিভাবে বিশ্বের মানবাধিকার লঙ্ঘনের কথা বলে এই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন?

যেসব বাংলাদেশি প্রবাসী বিদেশে বসে অপপ্রচার গুজব ছড়াচ্ছে তাদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, যারা প্রবাসে বসে দেশের মধ্যে হানাহানি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করে, গুজব অপপ্রচার চালায় এবং বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে এগুলোতো রাষ্ট্রদ্রোহিতা মূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম চালায় রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। গতকাল আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে। কারা কারা এই ষড়যন্ত্র গুজব অপপ্রচারের সঙ্গে যুক্ত সেগুলো আমরা জানি প্রয়োজন তাদের তালিকাও করা হবে।

এস/এ