সরকারি পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে: শ্রম প্রতিমন্ত্রী

সরকারি পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আশা করছি শিগগিরই বন্ধ থাকা সরকারি পাটকলগুলো উৎপাদনে ফিরবে। নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাটশিল্পের সুদিন ফেরাতে হবে। যে কোনো প্রকারেই হোক ঐতিহ্যবাহী শিল্প পাট শিল্পকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ) এর ৩৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাট শিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি এ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাট শিল্পের উন্নয়নে আমাদের সবাইকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানীতে বন্ধু প্রতিম দেশ ভারতের এ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে পাটকলগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেক মিল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তাই দেশের বৃহত্তম এবং শ্রমঘন এ শিল্পের উন্নয়নে এ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারে ভারত সরকারের সঙ্গে আলোচনাকে ফলপ্রসু করতে হবে।

বিজেএমএ এর দুই বছর মেয়াদী ১০ সদস্যের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। নতুন এ কমিটি ঐতিহ্যবাহী পাট শিল্পের উন্নয়নে এ কমিটি ভাল ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজেএমএ এর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে সাধারণ সভায় নব-নির্বাচিত সভাপতি আবুল হোসেন বক্তৃতা করেন। সাধারণ সভায় উভয় কমিটির নেতারাসহ এসোসিয়েশন এর সব সদস্যরা অংশ গ্রহন করেন।

এস/