আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, তিনজন দগ্ধ

আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামটর আর কে টাওয়ারের ছয়তলায ভবনের আগুনের ঘটনায় তিনজন ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুগ্ধ হলেন,মোঃ মামুন (৩১), মোঃ মানিক(২০), তাফসীর (২৬) । সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় এখনও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

দুপুর দুইটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রানা।

তিনি জানান এ ঘটনায় তিন জনকে উদ্ধার করা হয়েছে। ঢামেকে ভর্তি করা হয়েছে। এর আগে
শনিবার বেলা ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে।দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ও একজনকে ভর্তি দেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ‌ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, বাংলামটর আর কে টাওয়ার ভবন থেকে আগুনের ঘটনায় তিনজন এসেছে।তাদের মধ্যে দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা হলেন,মোঃ মামুন (৩১) তার শরীরে ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে, মোঃ মানিক (২০) তার শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে,ও মোঃ তাফসীর (২৬) তার শরীরে ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

সর্বশেষ খবর হলো, এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়তলা ভবন থেকে পুড়ে যাওয়া বিভিন্ন কাগজপত্র সরঞ্জামাদি নিচে ফেলে দিয়ে ভবনটি খালি করছেন। কবে ভাগ অংকের উত্তর দিকে এখনও ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ভবনটিতে আগুনের ঘটনায় বাংলামোটরের আরকে টাওয়ারের সামনে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যান্য ঘটনার মতো উৎসুক জনতার আগুন নেভানোর দৃশ্য দেখতে ভিড় করছেন।

এস/এ