ডা. মুরাদ হাসনা কি আত্মগোপনে?
বিশেষ প্রতিনিধি: তথ্যপ্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আর খোজ পাওয়া যাচ্ছে না ডা. মুরাদ হাসানের। চট্টগ্রাম থেকে ঢাকায় আসলেও তিনি কোথায় আছেন সেটি জানা যাচ্ছে না। তাকে একাধিকবার ফোন করলেও নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি আত্মগোপনে? তবে তিনি ফেসবুকে সরব রয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার বিকেলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনি যে সিদ্ধান্ত দেবেন তা আমি সবসময়ই মাথা পেতে নেবো আমার বাবার মতো।’
তার কাছের মানুষরাও বলছেন, তিনি কোথায় আছেন, তারা জানেন না। তারাও জানার চেষ্টা করেছেন।
মুরাদ হাসানের বাসার সিকিউরিটি গার্ড সুমন বলেন, আমাদের জানা মতে, স্যার বাসায় আসেননি। স্যারের গাড়ি আগে থেকেই বাসার গ্যারেজে রয়েছে।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্যার পদত্যাগ করার পর কোনো যোগাযোগ হয়নি। তিনিও ফোন করেননি। আমিও তার সঙ্গে কোনো যোগাযোগ করিনি।
মুরাদ হাসানের সাবেক এপিএস দাউদ হোসেন রাজা বলেন, ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তিনিও কোনো যোগাযোগ করেননি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ডা. মুরাদ হাসান তথ্যপ্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করার পর তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। আর আমাদেরও যোগাযোগ করার কোনো মানে নেই।
গত সোমবার দুপুরে সরকারি প্রটোকল না নিয়ে চুপিসারে চট্টগ্রাম যান ডা. মুরাদ হাসান। কয়েক ঘণ্টা অবস্থান করেন চট্টগ্রাম মহানগরের অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। কিন্তু সোমবার গভীর রাতেই তিনি হোটেল থেকে বের হয়ে যান।
রেডিসন ব্লু বে ভিউ হোটেলের জনসংযোগ কর্মকর্তা রাফাত সালমান বলেন, ‘সোমবার দুপুরে ডা. মুরাদ হাসান হোটেলে আসেন। কয়েক ঘণ্টা কক্ষে অবস্থান করেন। মধ্যরাতে কক্ষ চেক আউট করেন।’ পরে আর তিনি আসেননি।
এস/এ