লাইসেন্সের শর্ত ভেঙ্গে মোবাইল অপারেটররা ওটিটি প্লাটফরমে সংবাদ প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: লাইসেন্সের শর্ত ভেঙ্গে মোবাইল অপারেটররা ওটিটি প্লাটফরমে সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে এ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইপিটিভি বর্তমান সময়ের বাস্তবতা। তবে, ইতোমধ্যে ১৩ টির অনুমোদন হলেও অতিরিক্ত সংখ্যক অাইপি টিভি অনুমোদন দেয়া হবে না।
মন্ত্রী বলেন, এত বেসরকারি টেলিভিশনের অনুমোদনের পরও অাইপি টিভির যে অনুমোদন দেয়া হচ্ছে, তা যেন টেলিভিশনের বিকল্প না হয়। এটি দেয়ার অাগে যেন নীতিমালা করা হয়।
অ্যাটকো সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, মোবাইল টেলিফোন অপারেটরদের ওটিটি প্লাটফরমে কোন সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচার অবৈধ। তথ্যমন্ত্রী এসব ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশাপ্রকাশ।
এস/এ