সমুদ্র মন্থন
আসিফ ইকবাল
শুনেছি সমুদ্রের নীল জলের সামনে দাড়িয়ে
মন যদি কিছু চায়
সমুদ্রের বিশালতা তাকে ফেরায় না
তাই লোকে সমুদ্র মন্থনে নেমে
মনের ভাবনাগুলো মেলায়
ভালোবাসা চায়,সংসার চায়, প্রজন্ম চায়
ধন চায়, মান চায়।
আমিও সমুদ্র দর্শনে যাবো
মন্থনে মন্থনে মনের মতো মানুষ চাইবো
যে আমার সঙ্গী হবে
নিভৃত কান্নায় আহলাদিত হয়ে
মুছে দেবে চোখের জল
নিজের করে শুষে নিবে কষ্ট সব
আমার যন্ত্রনার অবসানে নিজেও হবে দগ্ধ
পুড়ে খাঁক হয়ে গেলেও
হাসিমুখে আগলে রাখবে আমায়
আমার হাত দুটি শক্ত করে ধরে
চোখে চোখ রেখে জানিয়ে দিবে
আমি আছি, আমি থাকবো
কোন অজানা ভয়ে বুক যখন ধুকপুক করবে
আশ্বস্ত করবে তখন বুকে জড়িয়ে।
আমি চাই তুমি আমার সেই জন হও
দুখের সঙ্গী হও, বেদনার সাথী হও,
হবে?
হও অথবা না হও,
আমি সমুদ্র মন্থনে তোমাকেই চাইবো।
শুধু তোমাকে।
এস/এ