কোটালীপাড়ায় আমতলী ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান উপজেলা ছাত্রলীগের সম্পাদক রফিকুল ইসলাম
কোটালীপাড়া, গোপালগঞ্জ, সমীর রায় : সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই অংশ হিসেবে আগামী ২৩ শে ডিসেম্বর কোটালীপাড়ায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।ফলে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় রাজনীতি অঙ্গনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তুমুল তোরজোর চলছে। এ উপজেলায় হাট-বাজার মাঠে ঘাটে ও চায়ের দোকানে নির্বাচনী আলোচনা এখন সবার মুখে মুখে।
সে লক্ষ্যে কোটালীপাড়া উপজেলার ৯ নং আমতলী ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ তরুণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তাকে নিয়ে প্রচারনায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজগুলিও। এসব প্রচারণায় ইতিবাচক সাড়া মেলেছে সর্বমহলে। তাই তরুণ এই ছাত্রনেতাকে নিয়ে উপজেলার ৯নং আমতলী ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
জানা যায়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন রফিকুল ইসলাম। লিখাপড়ার পাশাপাশি একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেন তিনি।তিনি সাবেক গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাছেন এই উদিয়মান ছাত্র নেতা।
জানা যায়, ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের দুর্দিনে শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ নানান আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন রফিকুল ইসলাম। কোটালীপাড়ায় সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন সম্যকভাবে। ফলে উপজেলার আমতলী ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে এ তরুণ নেতার। ছাত্র লীগ নেতা রফিকুল ইসলাম লকডাউনের সময় শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারনে কৃষক জখন দিশেহারা তখন কৃষকের পাকা ধান কেটে দিছেন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেক গরীব দুঃখী মেহনতী মানুষের পাসে গিয়ে দিয়েছে।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দলের সুসময়-দুঃসময়ে পাশে থেকেছি। রাজপথের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকার মাঝি হওয়ার সুযোগ করে দেয় তাহলে সব সময় জনগনের পাশে থাকব।আশা করি দলে সেটি মূল্যায়ন করবে।
এস/এ