ছবি
আসিফ ইকবাল
ছবিটা দেখে চমকে উঠো না! ভীত হইওনা,
ভারী চশমায় স্মিথ হাসির স্বর্গীয় এক ছবি।
মোনালিসার মতো রহস্যে ঢাকা ছবির আড়ালে
একটু আনন্দ, একটু বেদনা, কিছুটা উৎফুল্লতা
সাদা চোখে এটুকুই শুধু দেখাচ্ছে, এটুকুই দেখা যাচ্ছে।
কিন্তু এর অন্তর্নিহিত সত্যের গভীরতা অতলান্তের অতলে!
চশমা ঢাকা চোখ ঠিকরে কস্টরা বেরিয়ে বলছে,
সাদা চোখে আমি তোমাদের সব কীর্তিকলাপ দেখি
তোমরা দেখো শুধু আমার কালো ফ্রেমের ভারী চশমা
শ্রুশ্রুধারী স্মিত হাসিতে তোমরা দেখো প্রান
একটু আতসী কাগজ লাগিয়ে দেখো ছবির ফ্রেমে
কিছু প্রশ্ন আর কিছু কটাক্ষ।
সাদা চোখে চশমার মানুষটা ঠান্ডা মেজাজের
কিন্তু বাস্তবতার কঠিনে ভেতরে ভেতরে অগ্নিশর্মা।
ছলোছলো ওই চোখে নোংরামি দেখে না সে
চারিদিকে খুঁজে অপার ভালোবাসা
শুধু খুঁজে ফিরে নিজেকে এ পথে, ও ওথে…
শঠতা, কুৎসা আর প্রিয়জনের নিখুত অভিনয় দেখে ক্লান্ত তার হৃদয় যদি বেদনার কথা গলা ছেড়ে বলতে পারতো
তাহলে চন্দ্র তার কিরণ বন্ধ করে দিতো,
সূর্যও আটকে দিতো তার গনগনে চামড়া পোড়া রোদ
আকাশে জমাট বাধা কুচকুচে নিকষ কালো মেঘগুলো
কেবল ভেসে বেড়াতো না, ভারী গর্জনে বর্ষিত হয়ে
ভাসিয়ে নিত এই ধরাধামের নোংরামো ভরা কষ্ট আর বেদনা।
তারপরও তার কস্টের রঙ, বেদনার নীল রঙ
ভালোবাসার লাল গোলাপ হবে না।
ছবি— আমার ছবি রোহেত রাজীব
কবিতাটি লিখা একটি ছবি দেখে। আমেরিকা প্রবাসী বন্ধু ইসরাত পারভীন ছবিটি ইনবক্স করে বলে আমার সাথে কোথায় যেন মিল আছে। আমি তাকে বলি ছবিতে আনন্দ, বেদনা, হাসি আছে।।সাহস করে লিখে ফেলি। জানিনা কেমন হলো…
এস/এ