২০৪১সালের আগেই বাংলাদেশে উন্নত সমৃদ্ধি মধ্যম আয়ের দেশে হবে
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাংলাদেশে উন্নত সমৃদ্ধি মধ্যম আয়ের দেশে হবে।
শনিবার শরীয়তপুর জাজিরা থানাধীন কুণ্ডেরচর কালু বেপারী স্কুল এণ্ড কলেজে ইউনিটি ফ্রেন্ডস সোসাইটি’র ১০ম মেধা বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইউনিটি ফ্রেন্ডস সোসাইটি’র আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি বক্তব্য ইকবাল হোসেন অপু বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তার পিতার আর্দশ ধারণ করে মানুষের ভাগ্য পরিবর্তন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির মাধ্যমেই ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধি মধ্যম আয়ের দেশে পরিণত।
তিনি বলেন,বিএনপি জামাত জনগনের জন্য রাজনীতি করে না। জন্ম থেকেই তাদের সম্বল ষড়যন্ত্রের রাজনীতি। বিএনপি জামাতের জনগণের প্রতি আস্থা নেই। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এদেরকে যেকোনো মূল্যে দাঙা জবাব দিতে হবে । বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামাতিদের অশুভ তৎপরতাকে প্রতিরোধ করতে প্রস্তুত। এই অশুভ শক্তি দেশের শান্তি, সম্বৃদ্ধি,উন্নয়ন চায়না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক,শেখ হাসিনার সৈনিক দেশের বিরুদ্ধে কেউ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করলে বিন্দু পরিমাণ ছাড় পাবে না। বাংলার মুক্তিকামী মানুষ এদের প্রতিহত করবে।
ইউনিটি ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি মো.সুজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মাস্টার,সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কামাল আজাদাসহ ইউনিটি ফ্রেন্ডস সোসাইটির সদস্যবৃন্দ।
এস/এ