ভুলি কি করে
আসিফ ইকবাল
কি করে ভুলি সেদিনের কথা!
হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছি আমি
শিয়রে দাড়িয়ে কাঁদছো তুমি
বলো, কি করে ভুলি সেই মুহুর্তের কথা!
তুমি কাঁদছিলে, গাল বেয়ে ঝরছিল অশ্রুসজল
সেদিনই আমি বুঝেছিলাম
তুমি হীনা আমি অচল
সেদিনই বুঝেছিলাম তোমার হাতে
আমার বেঁচে থাকার জীয়ন কাঠি!
শিয়রে দাড়িয়ে চোখে চোখ রেখে
আশ্বস্থ করেছিলে
হাতে হাতে রেখে ভরসা দিয়েছিলে
কানে কানে কান্নাভেজা কন্ঠে বলেছিলে
আমি আছি, আমি থাকবো।
আমি আজও বেঁচে আছি
শুধু নেই তুমি, শুধু নেই তুমি
আছে তোমার স্মৃতিগুলো
শক্তি নয়, সাহস নয়, যন্ত্রণা হয়ে
ক্ষত বিক্ষত করে অল্প অল্প করে
ঠেঁলে দিচ্ছে আমায় মৃত্যুর কোলে
আমি আর পারছি না
নিজের সাথে লড়াই করতে করতে
ক্লান্ত, পরিশ্রান্ত, বিপর্যস্ত
আমি বাঁচতে চাই তোমার স্মৃতিগুলো নিয়ে।
হওক সুখ, কিংবা যন্ত্রণার।
এস/এ