স্পর্শহীনতায় ভুগছি
আসিফ ইকবাল
স্পর্শহীনতায় ভুগছি,
এ এক অদ্ভুত কষ্ট!
তোর ঠোটের ছোঁয়ায় মরতে ইচ্ছে করছে
মনে পড়ে প্রথম চুম্বনের কথা
তোর ঠোট যখন ছুয়েছিল আমার ঠোট,
ছিল এক অদ্ভুত শিহরনের ভালোলাগা!
আশ্রয়হীনতায় ভুগছি,
এ কেমন কষ্ট?
বেদনায় নীল হয়ে আছে মন মোর,
তোর আলিঙ্গনে হারাতে ইচ্ছে হচ্ছে আমার
মনে আছে প্রথম আলিঙ্গনের কথা?
আবিস্ট হয়েছিলাম আমি
তোর বুকে আশ্রয় নিয়েছিলাম যেদিন
পৃথিবীকে মিথ্যা করে তুই হয়েছিলি আমার পৃথিবী।
স্বপ্নহীনতায় ভুগছি,
কেন এমন কষ্ট?
তোর স্বপ্নের মেঘে ভাসতে ইচ্ছে করছে
মনে পড়ে সেই স্বপ্নের রাত?
তোকে ঘুমন্ত দেখে কাটিয়েছিলাম নির্ঘুম রাত
যেন স্বপ্ন এক,
সব চাওয়ার অনেক উর্ধে কিছু পাওয়া।
এস/এ