ভালোবাসার লাল রঙ

ভালোবাসার লাল রঙ

আসিফ ইকবাল

ভেবেছিলাম, দেখেই হয়তো আঁতকে উঠবে
বলবে, আজকাল বোধহয় আয়না দেখোনা
না, দেখার সময় পাওনা
এ কোন কিছিমের গোঁফ!
দেখেছো, কেমন লাগে তোমায়
ডাকু লাগে, গুন্ডা লাগে, মাস্তান লাগে
ঘরের কেউ কিছু বলেনা মনে হয়?

এমন ভাবনার উত্তেজনা সামাল দিতে
উত্তরও ঠিক করে রেখেছিলাম মনে মনে
কিন্তু তোমার উদাসীনতা আর নির্লিপ্ততা
ভাবনার জগতে জল ঢেলে বিস্মিত করে
যখন জানতে চাইলে, কেমন চলছে অফিস?
আমি তখন নির্বাক!

কত কিছু ভেবে রেখেছিলাম
৭৬১ দিন পর দেখবো ভেবে
অস্থির আমি যখন নেয়ে ঘেমে একাকার
তোমার প্রশ্ন আমায় শীতল জল ঢেলে
সাইবেরিয়ায় পাঠিয়ে দেয়
অথচ কত প্রশ্ন ছিল আমার
কত উত্তর জানার ছিল
কিছুই বলা হয়নি, জানাও হয়নি
ফিরেছিলাম তড়িঘড়ি করে।

রাস্তার মোড়ে টোস্ট আর চায়ে ডিনার সেরে
সিগারেট ফুঁকতে ফুঁকতে রাজ্যের ভাবনায়
একটু দেরীতেই বাড়ী ফিরেছিলাম।

কাপড় না পাল্টিয়ে লাইট নিভিয়ে
চোখ মুঁদেছিলাম, ঘড়ির কাটায় তখন
রাত ২টা। মেসেন্জারে হঠাৎ টুং শব্দ
” এ কেমন ধারার গোঁফ?
আয়না দেখোনা?
কেউ কিছু বলে না?

গোঁফ ছেঁটে জিন্স আর মেরুন পান্জাবি পড়ে
কাল বিকালে বকুল তলায় আসবে।”
আমি স্থবির! বাকরুদ্ধ!
নীচে অগুনতি ভালোবাসার লাল রঙ!

এস/এ