একটা দিন চাই
আসিফ ইকবাল
একটি দিন চাই তোমার কাছে
স্রেফ ২৪ ঘন্টা
সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত
গোটা দিন তোমায় নিয়ে ঘুরতে চাই
হুড তোলা রিক্সা, অটো কিংবা পাবলিক বাসে
নগর, বন্দর, পথ প্রান্তরে
দিবে আমায় একটি দিন?
একটি মিষ্টি ভোর চাই তোমার কাছে
কুয়াশা ভোরে শীতের আলসেমি কাটিয়ে
সেই খাঁদি পান্জাবী, শোক রঙয়ের চাদর চড়িয়ে
ধানি জমির আল ধরে হাটতে চাই
দিবে আমায় স্বপ্নের সেই ভোর?
শরতের একটা মনভোলানো দুপুর চাই
নদীর পাড়ে বালু চরায় ঢেউ খেলানো কাশ ফুলে
অপু-দুর্গার মতো পেছন পেছন ছুটতে চাই
ছুটে ক্লান্ত তোমার খোঁপায় পড়াতে চাই
এক গুচ্ছ কাশ ফুলের খোপাটি মালা
দিবে আমায় মনভোলানো শরত দুপুর?
একটি সুন্দর সন্ধ্যা চাই তোমার কাছে
রাস্তার মোড়ে টং দোকানে বাটার টোষ্ট, এক কাপ চা
কফিশপে ধূমায়িত মোকা কিংবা ক্যাপাচিনো
চুমুকে চুমুকে খুনসুটি করতে চাই
দিবে আমায় সেই সুখ সন্ধ্যা?
একটি পূর্ণিমা চাই তোমার কাছে
স্নান করবো জোছনা আলোয়
আলোকিত ছাঁদে পাটি বিছিয়ে শুয়ে বসে
কফির পেয়ালায় চুমুক দিতে দিতে শুনতে চাই
কিন্নরী কন্ঠে “আজ জোছনা রাতে সবাই গেছে বনে…”
এস/এ