স্বাধীনের মাঝে পরাধীন

স্বাধীনের মাঝে পরাধীন

সমর মধু

স্বাধীন বঙ্গদেশে কেন হিন্দুরা পরাধীন বেশে?
তারা ও জীবন দিয়েছিল দেশকে ভালোবেসে।
স্বাধীনতার লাগি যারা দিল বুকের রক্ত ঢেলে,
তবু কেন তারা পরে আছে উগ্রপন্থীর পদতলে।
সমঅধিকারে বঞ্চিত তারা নেই জীবনের মূল্য,
ত্রিশ লক্ষ শহীদের মাঝে হিন্দুরা ও সমতুল‍্য।

তবে কেন পদে পদে সংখ্যালঘুরা হচ্ছে নির্যতিত,
চাড়াল চন্ডাল গালি ওদের খেতে হচ্ছে প্রতিনিয়ত।
উগ্রপন্থীর হাত থেকে মুক্তি পায়না আরাধ‍্য দেবতা,
কোথায় হাড়িয়ে গেল আজ সেই স্বাধীনতার সমতা
বঙ্গদেশে বঙ্গবন্ধুর আদর্শ কেন হারিয়ে যাচ্ছে আজ যার স্বপ্ন ছিলো সবাইকে নিয়েই হবে সুখী সমাজ।

বিশ্ববাসী দেখে যদি প্রতিনিয়ত সংখ্যালঘুর ক্রন্দন
তবেতো বঙ্গদেশের সরকারের ভাবমূর্তি হবে খন্ডন
সংখ্যালঘুর প্রতি সদয় হউন আজ সরকার বাহাদুর আশুপদক্ষেপ নিয়ে ওদের মনকষ্ট করুন দুর।

কোথাও জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি,ভাংছে দেব মুর্তি,
তান্ডব লিলায় মেতে ওরা লাশ নিয়ে করছে ফুর্তি।
হিন্দু নিধন জজ্ঞ চলছে আজ সোনার বাংলাদেশে,
কি পেল হিন্দু,বঙ্গবন্ধুকে জীবন দিয়ে ভালোবেশে।
স্বাধীন দেশে থেকেও,আজও হিন্দুরা পরাধীন
আর কত ইজ্জত কত লাশ দিলে ওরা হবে স্বাধীন।

লেখার তারিখ ১২/০৮/২০২১

এস/এ