কোটালীপাড়ায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

কোটালীপাড়ায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার সকালে শেখ রাসেলের মুরালে পুষ্পস্তবক প্রদান, কেক কর্তন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,দেব দুলাল বসু (পল্টু), ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, হিরন ইউপি চেয়ারমান কিবরিয়া দাড়িয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক জনাব কবিরুল ইসলাম রুনি, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক ভিপি এস এম ইস্রাফিল সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

এস/এ