বিমানে ১০৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় এক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

বিমানে ১০৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় এক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে একশ ৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় স্বর্ণ চোরাচালান দলের সদস্য ইকরামুল হককে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনে ইকরামুল হকের জামিন বাতিল করে এ আদেশ দেন আদালত।

 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহষ্পতিবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

 

শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ২০১৪ সালের ২৬ মার্চ ১০৮ কেজি ওজনের ৯০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তকালে ওই বছরের ১২ জুন স্বর্ণ চোরাচালান দলের সদস্য ইকরামুল হকসহ তিনজনকে ১৩ পিস স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। পরের বছর জুন মাসে জামনি পেয়ে যান ইকরামুল হক। পরবর্তীতে গতবছর ১২ অক্টোবর নিম্ন আদালত তার জামিন বাতিল করে দেয়। এরপর তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিল করে আত্মসমর্পনের নির্দেশনা চেয়ে আবেদন করে। এ আবেদনে আদালত এক আদেশে ইকরামুল হককে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দেন।