সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, আজকে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর সুত্রাপুরস্থ শ্রীশ্রী কৃঞ্চচন্দ্র জিঁউ বিগ্রহ মন্দিরে আৰ্য সংঘ সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত দূর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গাপূজা আজকে জাতীয় উৎসবের পরিণত হয়েছে। দেবী দূর্গার আগমন ঘটেছিল, দুষ্টের দমন, শিষ্টের পানলের জন্য । আজকে দূর্গা উৎসবের প্রতি যে আঘাত আসছে, এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবিষয়ে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে আসতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নৎসাত করতে চায়, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে যারা ধূলিসাৎ করতে চায়, যারা আমাদের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিকে ভূলুণ্ঠিত করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশ কখনও অপশক্তির কাছে মাথানত করতে পারে না। সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ” বাঙালি জাতি বীরের জাতি, এই জাতি কখনও মাথানাত করে না”।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বলেন, দেবী দূর্গার পৃথিবীতে আগমন ঘটেছিল কখনও মাতৃরূপে, কখনও শক্তি রূপে আবার কখনও শাস্তি রূপে। দেবী দূর্গার কাছে আমাদের আরাধনা মা দুর্গা তুমি বিশ্বকে করোনা থেকে মুক্ত করো। অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো। তুমি এই দেশকে শান্তিময় করো তুলো। বাংলার মানুষকে মঙ্গলময়, কল্যাণময় করো তুলো।
আৰ্য্য সংঘ সার্বজনীন পূজা কমিটির সভাপতি
শ্রী চিত্তরঞ্জন পোদ্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রী দিলীপ চন্দ্ৰ দের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রাকিব হাসান সোহেল, সূত্রাপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরিরঞ্জন মজুমদার প্রমুখ।
এস/এ