” আমার অধিকার আমায় দাও”

শিখা রানী বিশ্বাস

” আমার অধিকার আমায় দাও”

শিখা রানী বিশ্বাস

দেবীপ্রসাদ না দাও ক্ষতি নেই
মাতৃরুপে পূজা না করো রাগ নেই
বোন বা ভগ্নি রুপে আদর না করো অভিমান করার কিছু নেই

জায়া রুপে স্নেহ না করতে পারো
আক্ষেপ করার কিছু নেই
শুধু মানুষ রুপে গন্য করো
এতেই হবে আমার সকল পাওয়া
এটাই যে আমার সকল চাওয়া !

আমি নারী –
আমি ক্ষমা করতে জানি
আমি ভালোবাসতে জানি
আমি ঘর বাঁধতে জানি
প্রয়োজনে প্রতিবাদ করতে জানি
আর যদি নারীর সম্মান আমায় না দাও
তবে আমি ঘর ভাঙতেও জানি।

এস/এ