মাটি মমতায়
হাওলাদার বেলাল
বাংলার মাটির পরতে পরতে
কাদা মাটি আর জল
রাখালের খেলা
মাটি মমতায় রয়েছে কতো গান!
রয়েছে আজো নকশীকাঁথা
বাংলার ঘরে ঘরে
নাকফুলের ভালোবাসার স্বাদ
আজো পল্লীমার নাকে!
ঘরে ঘরে আজো সাজানো রয়েছে
ভালোবাসার স্মৃতি
দাদা দাদী -নানা নানী,খালা- ফুফু
কতো যে প্রতিবেশী!
প্রতিবেশী মিলে করেছি আমরা
কতো রকম খেলা
রাতের আঁধারে শুনেছি সবাই
মিলে মিশে রূপ কথা!
বাংলার প্রত্যেক পরতে পরতে
রয়েছে কতো সৌন্দর্য
পাখপাখালির কলোরবে
থাকে প্রতিনিয়ত মুখরিত!
এই বাংলার আকাশ বাতাশ
জলের কুলকুল ধ্বনি
হৃদয়ে দেয় দোলা
মনে আনে প্রশান্তি!
সোনালী ফসল ফলায় কৃষক
ঝরায় দেহের ঘাম
ক্লান্ত দেহ তবুও হাসি মুখে
গেয়ে যায় শুধুই গান!
মধুর মধুর কতো স্মৃতি রয়েছে
আজো হৃদয়ে গাঁথা
সবুজ প্রকৃতির অপরুপ সাজে
জীবনের রূপ কথা!
নদীর স্রোতে কেটেছি সাঁতার
খেয়েছি নদীর জল
জুড়ায়েছে মনো প্রাণ
ভালোবাসার পরশ ভালোবাসার স্মৃতি
হৃদয়ে ঘেরা আজ!
লেখক -সাংবাদিক