—ধ্রুব তারা হয়ে
—হাওলাদার বেলাল
নীল নীলিমায় তাকিয়ে দেখ?
আমাকে পাবে!
আমাকে পাবে মেঘের ভেলায়,
পাবে তারা হীন মেঘচ্ছন্ন আকাশে,
মিশে থাকতে চাই তোমার হৃদয়ে,
জানি অবেগ ফুরালে খুঁজবে না,
খুঁজবেনা ধ্রুব তারার মাঝে,
খুঁজবে না পান কৌড়ির মিলয়ন মেলায়!
যদি মনে রাখ সেটি অবিশ্বাস্য হবে,
কারণ কেউ কথা দিয়ে কথা রাখেনা,
আমিও তোমার অপেক্ষায় রইলাম
থাকবো ধ্রুব তারা হয়ে নীল নীলিমায়,
লেখক: সাংবাদিক
এস/এ