বিরোধীদলগুলো আন্দোলনে জিততে না পারলে সরকারকে পদত্যাগে বাধ্য করা যাবে না
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে দুঃশাসন চলছে। মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নেই। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। এজন্য বিরোধীদলগুলোকে রজপথে আরো কার্যকর ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। এ লড়াই বাম জোটের একার না। সব প্রগতিশীল ও দেশ প্রেমিক মানুষ যারা অধিকার নিয়ে যারা কথা বলেন, সবাইকে রাজপথে অবস্থান নিতে হবে। চরম সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী দল ছাড়া গনতান্ত্রিক ধারার বিরোধীদলগুলোকে নিয়ে রাজপথে নামার কাজ শুরু করেছি।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাঝে মধ্যেই বলেন, আন্দোলনে জিততে না পারলে, নির্বাচনে জিততে পারবেন না। এটাই সত্য। বিরোধীদলগুলো যদি আন্দোলনে জিততে না পারে, তাহলে সরকারকে পদত্যাগে বাধ্য করা যাবে না। তাহলে ভোট ও গনতান্ত্রিক অধিকার বা গ্রহনযোগ্য নির্বাচন যা’ই বলি, কোনটাই সম্ভব হবে না।
সাইফুল হক বলেন, পার্টির ৪০ জেলায় কর্মকাণ্ড রয়েছে। ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তাভাবনা করছি। বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রম করে যাচ্ছি। আমাদের দলের কেন্দ্রীয় কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। এছাড়া দলের ১১টি শ্রেণী সংগঠন রয়েছে বলেও জানান তিনি।
এস/এ