রসিক মনা

শিখা রানী বিশ্বাস

রসিক মনা

শিখা রানী বিশ্বাস

চোখে চোখে দেখা হলো
কথা হলো না
মনে মনে মিলন হলো
মনোযোগী হলো না!

স্পর্শে আগুনের ধোঁয়া
মিলিয়ে গেলো কোলাহলে,
ভাবে ফিরে আসলো কুহক
চোখের তারার নীলে।

ইশারায় যেন না বলা কথা
অনেক বলে গেলো
দূরের আকাশ ভাবলো বসে
হয়তো কাছে নিলো।

তিমির তলে মেঘের কোলে
প্রেমের কথা বলবে বলে
ভাব তরঙ্গে রসিক মনা
ডুবে মরে সান পিছলে।
এস/এ