বঙ্গবীর ওসমানী ১০৩জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেবদন ও কাব্যের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সহ-সভাপতি র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি।
বৃহস্পতিবার সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বিচারপতি ড. মোঃ আবু তারিক, বিশ্ব বাঙালি সম্মেলন ও বিশ্ব বাঙালি কবিতা কংগ্রেস এর সভাপতি মুক্তিযোদ্ধা কবি মুহম্মদ আবদুল খালেক।
বীরমুক্তিযোদ্ধা মোঃ আসাদুল হকসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের মহাসচিব এম এ রকিব খান। আরও বক্তব্য করেন এম এ ভাসানী, মুহম্মদ সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান।
প্রধান অতিথি এমন এ মান্নানের ভাষণের পূর্বে বিশ্ব বাঙালি সম্মেলন ও বিশ্ব বাঙালি কবিতা কংগ্রেস এর সভাপতি মুক্তিযোদ্ধা কবি মুহম্মদ আবদুল খালেক এর ১৯তম কাব্য ” বাংলাদেশ বাঙালি জাতিসত্তার পবিত্র তীর্থভূমি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। এখানে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ আবদুল খালেক, বিচারপতি ড.মো আবু তারেক ও অধ্যাপক এম এ রকিব খান সহ অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ।
পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান,বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী আমাদের মুক্তিযুদ্ধের কর্ণধার প্রধান সেনাপতি ছিলেন। তিনি তাঁর পরিকল্পনা মোতাবেক মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। মুকযুদ্ধ পরিচালনায় তিনি কখনো কোন ভুল করেন নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই তাঁর মূল আদর্শ ছিল।
কবি মুহম্মদ আবদুল খালেক বলেন, বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীকে জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপযুক্ত মর্যাদায় উদযাপন ও পালনের সুব্যবস্থা করার দাবি জানান। জেনারেল ওসমানীর কর্মময় জীবনের উপর গবেষণা করে তাঁর পূর্ণাঙ্গ জীবনী লেখা ও প্রকাশের ব্যবস্থা করারও দাবি জানান।
এস/এ