১৫ আগস্টের হত্যাকাণ্ড একটি আদর্শকে খুনিরা হত্যার প্রচেষ্টা চালিয়েছিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আ ক ম মোজাম্মেল হক

১৫ আগস্টের হত্যাকাণ্ড একটি আদর্শকে খুনিরা হত্যার প্রচেষ্টা চালিয়েছিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আ ক ম মোজাম্মেল হক আরো বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড কোনো ব্যক্তি বা পরিবারিক নয়। বঙ্গবন্ধুর যে আদর্শ ‘মুজিববাদ’, সেই আদর্শকে তারা হত্যা করতে চেয়েছিল। কিন্তু খুনিরা ব্যর্থ হয়েছিল, বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে পারেনি।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত ‘১৫ আগস্ট: ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ঘাতকরা মনে করেছিল সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললে নাম নেওয়ারও কেউ থাকবে না। সারা দেশে লাখ লাখ জায়গায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দোয়া মাহফিল হয়েছে। গণভোজ হয়েছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। কারণ তার একটা আদর্শ ছিল। খুনিরা হত্যা করতে পারেনি বাংলাদেশকে ও সংবিধানকে।

তিনি আরো বলেন, জিয়ার লাশ নিয়ে মির্জা ফখরুল বললেন, কফিনের ঢাকনা কাঁচের ছিল, তিনি সেটি দিয়ে লাশ দেখেছেন। আরেকজন আরেকটু এগিয়ে বললেন, ড. তোফায়েল তার পোস্টমর্টেম করেছেন। তাহলে পোস্টমর্টেমের রিপোর্ট আছে তা বের করেন। তারপর পত্রিকায় ছাপিয়ে দেন। তা না হলে বলবো মিথ্যাচার করছেন। আমি জোর দিয়ে বলতে চাই, জিয়াউর রহমানের লাশ পাওয়া যায়নি। এখানে (চন্দ্রিমা উদ্যান) নাকি লাশ এনে দিয়েছে, আল্লাহ মালুম বা তারা-ই ভালো জানেন। তবে জিয়াউর রহমানের লাশ নয়, সেটা চ্যালেঞ্জ করে বলবো। তারপরও যদি বলেন, তাহলে ডিএনএ টেস্ট করেন।
এস/এ