আনসার আল ইসলামের সদস্যকে রিমাণ্ড শেষে আদালতে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আটককৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আটককৃত সদস্যকে তিনদিনের রিমাণ্ড শেষে আদালতে প্রেরণ করে। আদালত সোমবার তাকে জেল হাজতে প্রেরন করেন।
জানা যায়, র্যাব-১০এর একটি টিম গত ২৫ আগস্ট অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর শিমুল তলা মোড়ে নাঈম ভ্যারাইটিজ স্টোরের সামনে রাস্তা থেতে চরহোসেনপুর গ্রামের আবুল মজিদ আকন্দের পুত্র একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন (২০) কে আটক করে।
র্যাব তার কাছ থেকে একটি মোবাইল ও ৭টি উগ্রবাদী ইসলামী বই উদ্ধার করে। এঘটনায় র্যাবের এসআই আ: রাজ্জাক বাদি হয়ে ২৬ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে গ্রেফতারকৃত আসামীকে রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করেন। আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, এজাহারে উল্লেখিত আব্দুল্লাহ আল মামুন নিষিদ্ধ ঘোষিত “আনসার আল-ইসলাম” নামের একটি জঙ্গি সংগঠনের সদস্য।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ গুলো যাচাই করে দেখা হচ্ছে।
এস/এ