” মরমি তোমার লাগিয়া ”
— শিখা রানী বিশ্বাস।
কিসের লাগি অশ্রুপাত
কিসের লাগি ধ্যৈর্যপাত
ভাগ্য দোষে সব হারিয়ে
হারিয়েছে কাননের স্বাদ!
আপন বিরহে বাধিতে যদি
নাহিতে পারি তব কমল
ক্ষমিও প্রভূ মানবের ভূল
নিজেরে স্থাপন করিতে নিও।
ছিলাম একেলা গোপন কুঠিরে
দেখিতে পায়নি দর্শন পথ
দেখাবে আঁধারের যাত্রী হয়ে
নিশিত বেলায় নিয়েছিলে শপথ ।
পথের শেষে আশ রাখিলেনা
বন্ধ করিলে সকল ডোর
বেলা শেষে সন্ধ্যা এসে
রাত শেষে হইল ভোর।
শোকগ্রস্ত সন্ধ্যাবাতি
জ্বলেনা প্রদীপ গৃহে আর
মায়া কুঞ্জ ছাড়িয়া নিরবে কাঁদিছে
রহিলো মরম বেদনা ভার।
আমি একেলা পথ জানিনা
মরমি আমার জনম লভিতে
সদা বিরাজে রেখ আমারে
জটিল গোলক ধাঁধাঁর বাহিরে।
সমীরণ হয়ে আলো জেলে দিও
ঘটিলে বিষাদের ঘনঘটা
রবি শশী হয়ে উছলি দিও
হৃদয়ে নিয়ে প্রেমচ্ছটা।