আনন্দেই পূর্ণ জীবন
———–অনিল সেন
আলো যদি হয় জীবনের উৎস
তবে সূর্য আমার আরাধ্য।
মাটিতেও জ্বলছে আলো
জ্বলছে সাগরজলে
অগ্নিতে দাউদাউ জ্বলছে আলো
বায়ুতেও উজান গতি
আসমানেও আলোর খেলা
আলোয় ত্রিভুবন ভরা
আলোতেই পূর্ণ জীবন ।
ভালবাসাই যদি হয় জীবনের কর্ম
প্রেম আমার পাওনা।
ভালবাসায় উর্বর মৃত্তিকা
নদীজলে সিক্ত ভালবাসা
অগ্নিযজ্ঞেও ভালবাসার আহ্বান
বায়ুতে বিশ্বময় বিস্তার
ভালাবাসার সুরে গেয়ে উঠে সংগীত
আকাশ হয়ে থাকে তার স্বাক্ষী
ভালবাসায় পূর্ণ জীবন।
আনন্দ যদি হয় জীবন
প্রেমানন্দ আমার ভাবনা।
আনন্দ আয়োজনে ভরে থাকে জগৎ
বৃষ্টি ধারার মতো ঝড়ে জলানন্দ
পুড়িয়ে যাওয়া ভশ্মেও জেগে থাকে
আনন্দ নৃত্যে পবন ধেয়ে চলে
আসমান দোলে মহাছন্দে
আনন্দেই পূর্ণ জীবন।