মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা, ৫ মাস যাত্রীবিহীনভাবে ট্রায়াল
নিজস্ব প্রতিবেদক: রোববার রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি ডিপোর কোচ আনলোডিং এলাকায় সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৬টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসে বৈদ্যুতিক এই ট্রেন। ট্রেনটি দিয়া বাড়ি থেকে ২৫ কিলোমিটার বেগে পল্লবী স্টেশন ঘুরে আসে। এসময় স্টেশনগুলোতে ট্রেনটি থামানো হয়।
মন্ত্রী বলেন, মেট্রোরেল দৃশ্যমান, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। মেট্রো ট্রেন সেট পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে প্রথম নয়টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স, প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশনের ফ্লাটফর্ম ও প্রথম চারটি মেট্রোরেল স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচার এবং তিনটি মেট্রোরেল স্টেশনের রুফ শিটিংয়ের নির্মাণকাজ শেষ। বাকি স্টেশনের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ শেষ। ভায়াডাক্টের ওপর মেইন লাইনে ১৭.২৪ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের উপযুক্ত করে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও সফলভাবে টেস্ট করা হয়েছে। ভায়াডাক্টের ওপর ১৭.৪৪ কিলোমিটার ওভারহেড কেটেনারি সিস্টেম (ওসিএস) ওয়্যারিং শেষ।
তিনি আরো বলেন, সমালোচকদের জবাব মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে দিয়ে দেবো। আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এসময় ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উত্তরা-মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রোরেলের লাইনের সমন্বিত অগ্রগতি হয়েছে ৬৬.৪৯ শতাংশ। পুরো প্রকল্প ২০২৪ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা-আগারগাঁও পর্যন্ত অংশের কাজ শেষ করে চালু করে দেওয়া হবে।
এস