পাঁচ মাস পর চিড়িয়াখানা দর্শনার্থী মুখোর, দেখানো হলে হাতির ফুটবল খেলা

পাঁচ মাস পর চিড়িয়াখানা দর্শনার্থী মুখোর, দেখানো হলে হাতির ফুটবল খেলা

বিশেষ প্রতিনিধি: করোন সংক্রমণ বেড়ে যাওয়ায় র্দীঘ ৪ মাস ২৫ দিন পরে সরকারি নির্দেশনায় খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। শুক্রবার ছিলো ছুটির দিন। ফলে সকাল-দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ছিলো দর্শনার্থীদের ভির। জীবন্ত বিনোদন দিতে দর্শনার্থীদের জন্য হাতির সেডের দেখানো হয়েছে হাতির ফুটবল খেলা। এ খেলায় অংশগ্রহণ করে দু’টি হাতি। নানা ধরনের কসরত করে খেলায় দর্শনার্থীদের বিনোদন দিয়েছে হাতি সুন্দরি ও রাজা বাহাদুর।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর জাতীয় চিড়িয়াখানা খোলা হয়েছে। রোববার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে মাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।

তিনি বলেন, প্রাণীদের ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। এরমধ্যে দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে। দর্শনার্থীদের জন্য ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সর্তক করা হচ্ছে।

মো. আব্দুল লতিফ বলেন, দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় হলো হাতির ফুটবল খেলা। রাজা বাহাদুর ও সুন্দরি দু’টি হাতিকে আমরা ফুটবল খেলার প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি। হাতি দু’টি ফুটবল খেলায় মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। এরা লক্ষ্য ভেদ করতে পারে। পেনাল্টি শট করতে পারে। দর্শনার্থীদের জন্য জীবন্ত বিনোদনের ব্যবস্থা করেছি।
এস