অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে, অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই

ওবায়দুল কাদের

অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে, অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে। স্লোগান দেয়। প্রশংসা করে। আমি জানতে চাই, এটা কি তাদের মনের কথা? আমি বলতে চাই, অতি আপনজন সাজার কোনও প্রয়োজন নেই।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনও ভুলে যায়নি। ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ ১৫ আগস্টের আগেও দলে দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। তোয়াজ-শোষণের ফল ও পরিণতি শুভ নয়। শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে। রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন। আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

পরে বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলে, বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এত বড় দুঃসাহস হতো না। খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি।
এস