২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৯৭, শনাক্ত ৮ হাজার ৪৬৫

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৯৭, শনাক্ত ৮ হাজার ৪৬৫

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯৭ জন। তাদের নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেলেন ২৩ হাজার ৮১০ জন। এ ছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৪৬৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ পাঁচ হাজার ৩৩৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪১ হাজার ৭৫১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৬৮ হাজার ৮৪৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৭৩ হাজার ৩৪৪টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে পুরুষ ১০৮ জন আর নারী ৮৯ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৭৩৩ জন আর নারী মারা গেলেন আট হাজার ৭৭ জন।
এস/এ