সমালোচনা করাই বিএনপি ও জামাতের চরিত্র : নিখিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধু’র বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকবে না। প্রতিটি দুর্যোগে যুবলীগ সব মানুষের পাশে ছিলো এবং থাকবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করেন। প্রতিটি স্তরের মানুষকে তিনি ভালো রাখতে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি দুর্যোগে যুবলীগ মানুষের পাশে ছিলো এবং থাকবে।
মঙ্গলবার মিরপুরে ১৩ নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত রেশনিং পদ্ধতিতে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির সমালোচনা করে নিখিল বলেন, তারা সব সময়ে সমালোচনায় ব্যস্ত। করোনার এই মহা সংকটে অসহায় মানুষের পাশে না দাড়িয়ে সমালোচনায় ব্যস্ত সময় পার করছে। মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেস্টা করছে। এটাই বিএনপি, জামাতের চরিত্র। কিন্ত মানুষ তাদের মিথ্যাচারের চরিত্র বুঝে গেছে। এদিকে টিকার সমালোচনা করছে, অন্যদিকে টিকা নিজেরা নিচ্ছে।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহা সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার শুরু থেকে যুবলীগ সারাদেশে কাজ করে যাচ্ছে। সারাদেশে অসহায় মানুষকে খাদ্য সহায়তা, দাফন ও সৎকার, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা সামগ্রি বিতরণ করছে যুবলীগ।
এসময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল , সদস্য মোজাম্মেল হোসেন মিশু , ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, ভারপ্রাপ্ত-দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল, ১৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাকছুদুল আলম মাসুম প্রমূখ উপস্থিত ছিলেন।
এস/এ