উজিরপুরে মায়ের দোয়া ক্লিনিকের মালিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

উজিরপুরে মায়ের দোয়া ক্লিনিকের মালিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সমীর রায়: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম শাতলা গ্রামের মায়ের দোয়া ক্লিনিকের মালিকের উপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১ টায় ঘন্টা ব্যাপি পশ্চিম শাতলা মায়ের দোয়া ক্লিনিকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী রুহুল আমিন, হিমন হাওলাদার ছুইট, আঁকলিমা,আবুল কাশেম বিশ্বাস, আয়রিন বেগম বক্তব্য রাখেন।

বক্তারা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবি জানান।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গোয়ালঙ্ক গ্রামের নূরু শেখের ছেলে সন্ত্রাসী কুদ্দুছ শেখ (শাওন) পরিকল্পিতভাবে সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালায়।

বক্তারা বলেন, ডাক্তার রেজাউল করিম গত ৫ আগস্ট কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ক্লিনিকের মালামাল আনার জন্য মোটরসাইকেলে জাচ্ছিলেন। এসময় সন্ত্রাসী কুদ্দুছ শেখ (শাওন) ডাক্তার রেজাউল করিমকে দেখে মোটরসাইকেলে থামানোর জন্য সিগনাল দেন। কিছু বুঝে ওঠার আগেই ওনার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় সন্ত্রাসীরা। সাথে সাথে সন্ত্রাসী কুদ্দুছ শেখ (শাওন) ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে ডাক্তারের উপর হামলা চালায়। বেদম মারপিট করে চলে জায়।
পরে পথচারীরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এব্যাপারে কোটালীপাড়া থানায় ডাক্তার রেজাউল করিম একটি অভিযোগ দায়ের করেন। অথচ পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা ওই সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক বিচার চাই।

অসুস্থ রেজাউল করিম এখন ওনার নিজ ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এস/এ