সংকীর্ণতা

সংকীর্ণতা
—সুদীপ চন্দ্র হালদার

তোমার ভাল কেন হবে গো,
জ্বলে আমার হৃদয় জ্বলে রে!
তুমি কেন যাবে এগিয়ে হে,
অণুবীক্ষণে শত-কোটি দোষ যে!

এত্ত আনন্দ কেন রে ওর,
মনটা আজি মোর বড়ই নিরানন্দ!
ভুবনমোহিনী আহ্লাদিত হাসি কেন ওর,
চিত্ত যে তাই আজ মোর এতই বিরুপ!

এত্ত সুখময় কেন ওর জীবন,
তাই দেখে মোর অসুখ চিরন্তন!
হুম! এত শান্তি রে ওর,
অশান্তিতে মোর হৃদপিণ্ড ফাটিল রে!

এত প্রশংসা কেন রে ওর,
শরীরটা আমার তাই করে গো গো!
নিন্দে এবার করছে সবাই ওরে,
আহ! এবার আমার কি যে শান্তি হচ্ছে!

বিপদে এবার পড়েছে ও,
হৃদপিণ্ড এবার হয়েছে মোর ভাল!
জ্বলিছে ও! বাড়িছে জ্বালা,
হৃদয়টা আমার বড্ডই প্রশান্তি পেল!

চেতনা মোর পচানন্দ অন্যের অনিষ্টে,
সংকুচিত হৃদয় মম অন্যের মঙ্গলে।
ছাড়ি নিজ মঙ্গলময় কল্যাণকামী কর্ম,
সংকীর্ণতায় হৃদয়ের ক্ষতি করে চলেছি নিরন্তর।