২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৩১ ও শনাক্ত ১৪ হাজার ৮৪৪ জন

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৩১ ও শনাক্ত ১৪ হাজার ৮৪৪ জন

নিজস্ব প্রতিবেদক: রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৬ জন।

আর দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৯ জন ও মহিলা ৯২ জন। এদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৭, চট্টগ্রাম ৫৩, রাজশাহী ১৩, খুলনা ৪৪, বরিশাল ৬, সিলেট ৯, রংপুর ১৮ ও ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।
এস/এ