তিন ক্রিকেটারে মুগ্ধ ব্যাটিং কোচ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। প্রথম এসাইনমেন্টেই বাজিমাত করেছেন তিনি। তাই জিম্বাবুয়ে সফর থেকে ফেরা অ্যাশওয়েল প্রিন্স প্রশংসায় ভাসিয়েছেন শীষ্যদের।
বিশেষ করে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান ও তরুণ শামিম হোসেনের ফিনিশিংও মুগ্ধ করেছে তাকে। গত বছর ওয়ানডে অভিষেক হয় আফিফের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডেতে নিজ কাঁধে দায়িত্ব নিয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন এই ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে সোহানও চমৎকার প্রভাব রেখেছেন দলে।
তৃতীয় ওয়ানডেতে আফিফকে সঙ্গে নিয়ে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সোহান-আফিফের প্রশংসা করে প্রিন্স বলেন, সাদা বলের ক্রিকেটে কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যি এই দুজনের প্রতি মুগ্ধ।
তারা সাহসী ও ভয়হীন। বিশেষ করে, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের গুরুত্বপূর্ণ সময়ে আফিফ যেভাবে শান্ত ছিল। তারা সাদা বলের ম্যাচে দলকে অনেক কিছু দিতে পারে। টাইগারদের ব্যাটিং পরামর্শক সম্ভাবনা দেখছেন শামীম হোসেনের মধ্যেও। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে তার।
ইতিমধ্যে শামীমের গায়ে ‘ফিনিশার’ ট্যাগ লাগিয়ে দিয়েছেন প্রিন্স। তার প্রতিভার প্রশংসা করে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বলেন, আমি মনে করি, সে (শামীম) চমৎকার এক প্রতিভা। আবারও বলছি, আফিফ ও সোহানের মতো সেও সাহসী ভয়হীন।
এস/এ