বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে দারুন একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রান এবং ১০০ উইকেটের সামনে দাঁড়িয়ে তিনি।
ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। এই রেকর্ড গড়তে সাকিবের এখন প্রয়োজন মাত্র পাঁচটি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে ৭৯ ম্যাচে ১৬০৪ রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। অন্যদিকে বল হাতে তিনি নিয়েছেন ৯৫ উইকেট।
তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র পাঁচটি উইকেট নিতে পারলে ক্রিকেট বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান এবং ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁহাতি বিশ্বসেরা।
যদিও ক্রিকেট বিশ্বে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। এর আগে শ্রীলংকার কিংবদন্তি ফাস্ট বোলার মালিঙ্গা টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৭ উইকেট নিয়েছেন। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এস/এ