ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন জিম্বাবুইয়ান
নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগের দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় আজ (রোববার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা।
এদিন বৃত্তের ফায়দাটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে স্বাগতিকরা। পাওয়ার প্লের ৬ ওভারেই তুলে নিয়েছে ৬৩ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে অবশ্য প্রথম সফলতার দেখা পায় বাংলাদেশ দল। খানিক স্বস্তি ফেরান পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।
ইনিংসের প্রথম বলেই লড়াইয়ের ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে। তাসকিন আহমেদের ছোঁড়া বলটি লেগ সাইডে উড়িয়ে মারেন তাদিওয়ানাশে মারুমানি। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ না হওয়ায় সে বল থেকে আসে ২ রান।
ইনিংসের চতুর্থ ওভারে তাসকিনের ওপর চড়াও হন মেধেভেরে। জিম্বাবুয়ের এই ওপেনারকে বল ফেলার জায়গাই পাচ্ছিলেন না তাসকিন। সে ওভারে একে একে হজম করলেন ৫ চার! কোনো ঝুঁকি না নিয়ে প্রপার ক্রিকেটিং শটে ৫ চার তুলে নেন মাধেভেরে।
ইনিংসের ৪ ওভার ২ বলেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলীয় স্কোর ৫০ ছোঁয় জিম্বাবুয়ে। পরে পাওয়ার-প্লের ফায়দা তুলে ৬ ওভারে স্কোর বোর্ডে জমা করে ৬৩ রান। যদিও পাওয়ার প্লের শেষ বলে বাংলাদেশকে স্বস্তি দিয়ে প্রথম উইকেট এনে দেন সাইফউদ্দিন। ২০ বলে ২৭ রানে ফিরলেন মারুমানি।
ওখানেই থামেনি স্বাগতিকরা। ব্যাট-হাতে রাণের চাকা সচল রাখেন মেধেভেরে। সঙ্গে যোগ দেন চাকাভা। বাংলাদেশি বোলারদের শাসন করে ইনিংসের ১০ ওভারেই দলীয় শতরানের কোটা ছুঁয়েছ ফেলে স্বাগতিকরা। এতে সংগ্রহ বাড়ছে জিম্বাবুয়ের।
এস/এ