প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদে অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদে অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর প্রতিযোগিতা দিয়ে অসহায়-ছিন্নমূল ও কর্মহারা মানুষের মধ্যে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনগুলো।

রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও মৎসজীবী লীগ ও ব্যাক্তিগত উদ্যোগে বেশ কয়েকজন কাউন্সিলর বিভিন্ন সংগঠন এসব ত্রানসামগ্রী বিতরণ করেছে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীতে অসহায়-ঘরবন্দি মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

রোববার নিজ কার্যালয়ের সামনে ১২ দু:স্থ-অসহায় মানুষের মধ্যে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এস এম কামাল হোসেন বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে একমাত্র আওয়ামী লীগই জনগণের পাশে থাকে। এই মহামারি সংকটেও একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রীর নির্দেশে উপহার সামগ্রী নিয়ে মানুষের পাশে আছে।

১০০০ অসহায়-মেহনতি, কর্মহীন, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। রোববার যাত্রাবাড়ী থানার নূর কমিউনিটি সেন্টারের সামনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

পাচঁশতাধিক গরিব অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ। রোববার সংগঠনটি ব্যক্তি উদ্দ্যোগে মিপুরের ‘মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে’ এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উদ্ভোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

আব্দুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে হাহাকার নেই। দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব্যাপী মহামারির মধ্যে ও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তিনি।

তিনি বলেন, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ধান কেটে দিয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করছে এটা শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য। আশা করবো প্রত্যেকটা সংগঠন মৎস্যজীবী লীগের মতো সাধারণ মানুষের পাশে থাকবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়ীদুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
এস/এ