করোনার সংকটেও অধিকাংশ এমপিরাই ঢাকায়, কেউ কেউ যাবেন ঈদের আগে

করোনার সংকটেও অধিকাংশ এমপিরাই ঢাকায়, কেউ কেউ যাবেন ঈদের আগে

বিশেষ প্রতিনিধি: করোনার সংক্রমণ ও ঈদ-উল-আযহাকে সামনে রেখেও এমপিরা রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তবে কেউ কেউ এলাকায় যাবেন বলেও জানয়িছেন তারা। তারা বলেন, করনোর মধ্যেও আমরা না যেতে পারলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে এলাকার জনগণের খবর রাখছি। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি।

করোনায় মৃত্যু সংখ্যা দুই শতাধিকের বেশি বা একটু কম এর নিচে নামছে না। শনাক্তের হারও ১১-১২ হাজারের ওপরে প্রতিদিন। এই দু:সময়ে এমপিরা জনগণের পাশে নেই। এতে করে এলাকার জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এরমধ্যে দেশের কয়েকটি করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি। এরমধ্যে আসছে ঈদ। ফলে গ্রাম-গঞ্জের মানুষের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এই পরিস্থিতিতে স্থানীয় এমপিদের বেশিরভাগই ঢাকায় অবস্থান করছেন।

রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী-১ ফারুক চৌধুরী, ৩ আসনের আইনউদ্দিন ও ৪-আসনের ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় রয়েছেন। রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, ৫-আসনের ডা. মনসুর রহমান ও ৬ আসনের শাহরিয়ার আলম ঢাকায় অবস্থান করছেন। তবে তাদের মধ্যে কেউ ঈদের সময় ঢাকায় আসতে পারে।

বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ তিনি অসুস্থ। বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম এলাকায় অবস্থান করছেন। তবে বরিশাল-৩ গোলম কিবরিয়া টিপু, ৪-আসনের পঙ্কজ দেবনাথ, ৫-আসনের জাহিদ ফারুক ও ৬-আসনের নাসরিন জাহান রত্না ঢাকায় অবস্থান করছেন। তারাও ঈদের আগে এলাকায় আসার কথা রয়েছে।

খুলনা প্রতিনিধি জানান, মো. সালাম মোরশেদি, আক্তারুজ্জামান বাবু, মন্নুজান সুফিয়ান, সালাউদ্দিন জুয়েল, নারায়ন চন্দ্র চন্দ, পঞ্চানন বিশ্বাসসহ সবাই ঢাকায় অবস্থান করছেন।

যশোর প্রতিনিধি জানান, যশোরের এমপি কাজী নাবিল আহমেদ, স্বপন ভাট্টাচার্য ও আফিল উদ্দিন, রনজিত কুমার রায়সহ সবাই ঢাকায় অবস্থান করছেন।

বরিশাল ৪-আসনের এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ঈদের সময় এলাকায় যাবো। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি।
এস/এ