২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা জিলত কোপা আমেরিকার শিরোপা

২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা জিলত কোপা আমেরিকার শিরোপা

নিজস্ব প্রতিবেদক : অবশেষে শিরোপাস্বপ্ন পূরণ হলো আর্জেন্টিনার। দীর্ঘ ২৮ বছর পর আবারও কোন মেজর শিরোপা জিতলো দলটি। কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতার গৌরব অর্জন করে মেসিরা।

উত্তেজনাকর এই ম্যাচে ১৩তম মিনিটের সময় নেইমারের সামনে সুযোগ এসেছিল দলকে এগিয়ে নেয়ার জন্য। কিন্তু নেইমার ঠিকমত শট নিতে না পারলে সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের।

কিন্তু ২১ মিনিটের সময় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রোদ্রিগো ডি পলের দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে ফাকা মাঠে বল পেয়ে যায় ডি মারিয়া। সেখান থেকে ব্রাজিল গোলকিপারকে পরাস্ত করতে কোন সমস্যাই হয়নি আর্জেন্টাইন তারকার।

যতক্ষন মাঠে ছিলেন অসাধারন খেলা উপহার দিয়েছেন ডি মারিয়া। তার গোলে ভর করেই শিরোপা জিতলো আর্জেন্টিনা। শেষ হয় আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা। ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আবারও সেই আসরের শিরোপা জয় করলো আলবেসিলেস্তেরা। যে জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন ডি মারিয়ায়।

আর্জেন্টাইনরা এর আগেও ১৪ বার কোপা আমেরিকার শিরোপা জয় করেছে, কিন্ত এবারের শিরোপার স্বাদ যে একটু ভিন্ন। কেননা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটি থেকেই যে শিরোপা ঘরে আনবে আলবেসিলেস্তেরা।

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল জেতার পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছিলেন, ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে ফাইনালের চেয়ে সেরা আর কী হতে পারে? ফাইনাল ম্যাচে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়েই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের মাটিতে শিরোপা জেতায় এর আনন্দ দ্বিগুণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলের তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

ফাইনাল জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে লাউতারো বলেছেন, এটা এমন একটা জিনিস যা আমরা সবসময় স্বপ্ন দেখেছি। আমরা যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছি এবং এর পুরোটা উপভোগ করতে হবে। এখানে নতুন মানুষ আছে। সবাই জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। আমরা সে লক্ষ্যেই ছুটেছি।

এদিকে একটা মানুষের হৃদয় আর কতবারই বা ভাঙতে পারে! সেই ২০০৭ সালের কোপা আমেরিকা ফাইনাল দিয়ে শুরু, এরপর একটি বিশ্বকাপসহ আরও দুইটি কোপা আমেরিকার ফাইনালে গিয়েও শেষ হাসি হাসা হয়নি। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো লিওনেল মেসির। এবারও কাঁদলেন তিনি, তবে সেটা স্বপ্ন পূরণের কান্না। ব্রাজিলের মাটিতেই তাদেরকে পরাজিত করে শিরোপা জিতলো আলবেসিলেস্তেরা।

শুধু অধিনায়ক হিসেবেই নয়, দলের সেরা তারকা হিসেবেই এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন মেসি। পুরো আসরে চার গোল ও পাঁচ এসিস্ট করে জিতেছেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল। সবচেয়ে বড় বিষয়, এবার যে কোপা আমেরিকার ট্রফিটাও পেয়েছেন মেসি।

এক নজরে কোপায় কে কোন পুরস্কার জিতলেন
দলীয় পুরস্কার
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা
রানার্সআপ: ব্রাজিল
থার্ড প্লেস: কলম্বিয়া
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল
ব্যক্তিগত পুরস্কার
গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা)
লিওনেল মেসি (৪ গোল)
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক)
এমি মার্টিনেজ

গোল্ডেন বল (সেরা খেলোয়াড়)

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দুই জন। যৌথভাবে পুরস্কারটি ভাগাভাগি করেছেন লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র।

এবারের কোপা চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি। যা গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি।

অপরদিকে রানার্সআপ ব্রাজিল পেয়েছে আর রানার্সআপরা পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকার বেশি।

এর বাইরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দেয়া হয়েছে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে।

এস/এ