মাহমুদউল্লাহর সেঞ্চুরি, তাসকিনের অর্ধশত, জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ৪০০ রান

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, তাসকিনের অর্ধশত, জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ৪০০ রান

নিজস্ব প্রতিবেদক : ১৬ মাস পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিনার রয় কাইয়াকে পরপর দুই চারে ৯৫ থেকে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

এই সেঞ্চুরির সাথে মাহমুদউল্লাহ-তাসকিন জুটির শতরানে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৩৯১। ৮ বছর আগে সবশেষ সফরে হারারের এই মাঠেই ৩৯১ রান করেছিল মুশফিকের দল। সেবার ১১৩.২ ওভার ব্যাটিং করেছিল অতিথিরা। এবার ১০০ ওভারেই বাংলাদেশের রান চূঁড়ায় পৌঁছে যায়।

দুজনের জুটির রান একশ পেরিয়ে গেছে। ১২১ বলে তাদের জুটির রান তিন অঙ্ক ছাড়িয়ে যায়।

এর আগে নবম উইকেটে বাংলাদেশের শতরানের জুটি ছিল দুইটি। আবুল হাসান ও মাহমুদউল্লাহ ২০১২ সালে খুলনায় ১৮৪ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের বছর রবিউল ইসলাম ও সোহাগ গাজী করেছিলেন ১০৫ রান নিউ জিল্যান্ডের বিপক্ষে।

ক্ল্যাসিকাল সব শটে তাসকিন ২২ গজে ছড়াচ্ছেন মুগ্ধতা। তাতে বাড়ছে রান। ৫১ রানে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটসম্যান। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে নিউ জিল্যান্ডে ৩৩ রান করেছিলেন তিনি।

স্কোর: বাংলাদশে ৪০০/৮

ব্যাটিং: মাহমুদউল্লাহ ১০৭, তাসকিন ৫২

আউট: আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩, মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩, মুমিনুল ৭০, লিটন ৯৫, মিরাজ ০।

স/ম