ঈশ্বরগঞ্জে আশ্রায়ন প্রকল্প নির্মাণে মাটি ভরাটের পর দু’রাজনৈতিক দলের কার্যালয়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. সেলিম: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রায়ের বাজারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভুমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প নির্মাণ করতে মাটি ভরাট করা হলেও তৈরি হচ্ছে আ’লীগ ও জাপা’র ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়।
জানা যায়, আঠারবাড়ী ইউপির রায়ের বাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের পার্শ্বে গলগন্ডা মৌজার ১নং খাস খতিয়ানে ১১৯৫ দাগের ১৪শতক সরকারী জমির উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো গত মে মাসে সহকারী কমিশনার ভুমি উচ্ছেদ করেন। ওই স্থানে ভুমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ করতে মাটি ভরাট করা হয়। ইতোমধ্যে ৭জন ভূমিহীনের তালিকাও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার সরেজমি গিয়ে দেখাযায়, আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণের স্থানেই তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়। জাতীয় পার্টির অফিসের কাজ প্রায় শেষ করে টানানো হয়েছে সাইন বোর্ড। আ’লীগের কার্যালয়ের কাজ চলছে সাইন বোর্ডও টানানো রয়েছে।
এসম্পর্কে জাতীয় পার্টির আঠারবাড়ী ইউনিয়ন শাখার সম্পাদক আবুল বাশার বলেন, উপজেলা নেতাদের সাথে কথা বলেই কার্যালয় তৈরি করা হয়েছে।
ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছ উদ্দিন ভূঞার সাথে কথা হলে তিনি বলেন, দলীয় অফিস নির্মাণের বিষয়ে আমি কিছু জানি না। চেয়ারম্যান রূপক বলতে পারবেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান জুবের আলম কবির রুপক বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় ৫লাখ টাকার মাটি ভরাট করা হয়েছে। দলীয় অফিস নির্মাণ করার বিষয়টি নির্বাহী অফিসার অবগত আছেন।
সরকারী জায়গায় দলীয় অফিস নির্মাণ বিষয়ে নির্বাহী অফিসার জাকির হোসেন সত্যতা স্বীকার করে বলেন, নির্মাণাধীন ঘর উচ্ছেদের জন্য সহকারী কমিশনার ভুমিকে বলা হয়েছে। এস/এ