লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস
নিজস্ব প্রতিবেদক: লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।
মঙ্গলবার রাজধানীর সায়দাবাদে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে অসহায় পথবাসী মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণবন্ধু রাহাত হুসাইন বলেন, লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের এখন খাদ্যের প্রয়োজন। এই মুহূর্তে ধনি ও বিত্তবানদের উচিত সকল গবীর মানুষের পাশে দাড়ানো।
সংগঠনের সকল ইউনিটের বন্ধু ও সংগঠকদের অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাহাত হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি আকবর হোসেন, তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মল্লিকা, সাংগঠনিক সম্পাদক আজিজ আকন্দ, দফতর সম্পাদক মাসুদ রানা, মতিঝিল থানার সভাপতি মো.আরমান হোসেন, অর্থ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারীসহ অন্যরা। এস/এ