করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৩ মিলিয়ন ডলারের জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর যুক্তরাষ্ট্রের

করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৩ মিলিয়ন ডলারের জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে হস্তান্তর করা এসব জরুরি চিকিৎসা সামগ্রীর মূল্য প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন।

করোনা মোকাবেলায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ সামগ্রী।

ইউএসএআইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করা হবে, যেখানে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সরঞ্জামের চাহিদা বেড়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, আজকের কোভিড-১৯ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও ওষুধ হস্তান্তর এই সংকট একসঙ্গে কাটিয়ে উঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।

ইউএসআইডি’র ‘মামনি’ মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্পের ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যান্ডেমিকের সহায়তায় অনুষ্ঠানটি স্বাস্থ্য অধিদফতর আয়োজন করে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা এবং ইউএসএআইডি বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জুম কলের মাধ্যমে অনুদানপ্রাপ্ত জেলাগুলো থেকে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ইউএসএআইডি জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের এই অনুদান বাংলাদেশে মহামারির মোকাবিলা ও নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার একটি অংশ। যুক্তরাষ্ট্র মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে এবং গতবছরের মার্চ মাস থেকে মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে। এস/এ