পদ্মা সেতুতে গ্যাস পাইপ স্থাপনের কাজ শুরু

পদ্মা সেতুতে গ্যাস পাইপ স্থাপনের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুতে সব রেল স্ল্যাব বসে যাওয়ার পর এখন গ্যাস পাইপলাইন বসাতে চলছে ব্যস্ততা। চীন থেকে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর পাইপ নিয়ে আসা হয়েছে প্রকল্প এলাকায়। পাইপলাইন চালু হলে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে দেশের প্রধান এই জ্বালানি সম্পদ। সেতুর দুই পাড়েই এখন পাইপগুলো রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে। শুক্রবার থেকেই ইয়ার্ডে কাজ শুরু হয়েছে।

ইতোমধ্যে পাঁচটি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এসে গেছে। বাকি পাইপগুলো আসার পথে রয়েছে। এই গ্যাস পাইপ কেটে পরবর্তী ধাপের প্রক্রিয়া চলছে এখন। চীন থেকে সমুদ্রপথে ১২ মিটার লম্বা ৫৩১টি গ্যাস পাইপ ঢাকা এসে পৌছেছে। সাতটি মডিউলে ভাগ করে ৬.১৫ কিলোমিটার সেতুতে ৬.৭০ কিলোমিটার গ্যাস পাইপ বসবে। এই পাইপলাইন সেতুর ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএলের সাব স্টেশনে। দুই প্রান্তে দুটি সাবস্টেশন থাকবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে লাঙ্গলবন্দ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে এই গ্যাস যুক্ত হওয়ার কথা রয়েছে মাওয়া গ্যাস সাবস্টেশনে।

পদ্মা সেতু প্রকল্পের নিয়োজিত কর্মীরা জানান, চীন থেকে সব ধরনের মালামাল এসে চট্টগ্রাম পোর্টে রয়েছে। এছাড়া কিছু মাল আগেই চলে এসেছে সেগুলো কাজ এখন চলছে।

পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাসলাইন প্রকল্পের প্রকৌশলী তানভীর হাসান বলেন, পদ্মা সেতুতে গ্যাস সম্প্রসার লাইন আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। পরে জিটিসিএলের কাছে হস্তান্তর করা হবে। এস/এ