৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধানে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধানে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ

 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে লড়াই-সংগ্রামে মধ্যে দিয়ে ৭২ বছর পার করে ৭৩-এ পা দেবে। এই দলের হাত ধরে একাত্তরে দেশ স্বাধীন হয়েছে। হত্যা, ক্যু, ষড়যন্ত্র-সব কিছুরই শিকার হয়েছে আওয়ামী লীগ। এগুলো মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় দফায় ক্ষমতায়দলটি। সঙ্গত কারণে নেতামর্কীদের মধ্যে দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্ব। ফলে নেতাকর্মীদের মধ্যে যে সব সমস্যা রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। তবে তৃণমূলের কিছু কিছু জায়গায় সাংগঠনিক সমস্যা রয়েছে। টানা তৃতীয় দফায় ক্ষমতায় থাকার কারণেই তৃণমূলের এ অবস্থা। এই সমস্যা সমাধানে ইতোমধ্যে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা। এরই প্রেক্ষিতে দলকে আরও সংগঠিত করার লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে দলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা। একই সঙ্গে দলে যেন কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা না আসতে পারে। এছাড়া করোনা মোকাবেলা ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও সবাইকে দৃঢ় ঐক্য গড়ে তুলতে সতর্ক রয়েছে কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে আনা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। তবে করোনা পরিস্থিতিতে যথাযথভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে অনুষ্ঠান কিছুটা কাটছাঁট করে সীমিত আকারে ঘরোয়াভাবে হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের মূল্যায়ন, তরুণ ও মেধাবীদের রাজনীতিতে উদ্বুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জঙ্গি নির্মূলসহ দেশের ভাবমূর্তি উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে দল।